নতুন বছরের আগেই কী রিং সেরিমনি সেরে ফেলছেন রণবীর-আলিয়া ! বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এই খবর নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা-অভিনেত্রী। বর্তমানে কাপুর পরিবারের সঙ্গে নানা অনুষ্ঠানেই দেখা মেলে আলিয়ার। ২৫ শে ডিসেম্বরে বড়দিনের অবসরেও আলিয়া কে দেখতে পাওয়া গিয়েছিল রনবীরের পরিবারের সাথে।
সম্প্রতি একটি সাংবাদিক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন করোনা তাদের জীবনে থাবা না বসালে হয়তো তাদের বিয়ে এতদিনে সেরেই ফেলতেন তারা। এরই মধ্যে তারা বিবাহ সম্পর্কে এমন কোনো সিদ্ধান্ত নেবেন তার কোন হোদিশ পাওয়া যায়নি আগে থেকে।
সূত্রের খবর , রণথম্ভোরের আমন হোটেলেই আজ এই অনুষ্ঠান হতে চলেছে। আংটি বদল পর্ব শেষ হলে হয়তো কোনো অনুষ্ঠান হতে পারে সেখানে। আজ তাদের এই আনন্দ অনুষ্ঠানে শামিল হতে এসেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন । ইতিমধ্যে শোনা যাচ্ছে করণ জোহর তার কাজ শেষ করে এসে যোগ দেবেন এই অনুষ্ঠানে। তবে মহেষ ভাটের পরিবার থেকে কে কে উপস্থিত থাকছেন আজকে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে।