করোনা মহামারীর মোকাবেলায় , সাধারণ মানুষকে বাঁচাতে যাঁরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছিলেন ,তাঁদের পাশাপাশি পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছিলেন এই কোভিড ওয়ারিয়রসরা । করোনার পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে এটেনডেন্ট এর কাজ করেছেন যাঁরা, তারাই আজ চাকরি নিয়ে দ্বিধাগ্রস্ত।
করোনার পরিস্থিতি পজিটিভ রোগীদের সাথে চব্বিশ টা ঘন্টা কাটানো ,তাঁদের খেয়াল রাখা ,খাবার খাওয়ানো এমনকি বাড়ির লোকের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া সবই করেছেন এরাই। বহু মানুষকে স্বস্তির জায়গা এনে দিয়েছেন এই কোভিড ওয়ারিয়রস।
হ্যাঁ ,”কোভিড ওয়ারিয়র ” নাম দেওয়া হয়েছিল তাদের , করতালিতে সম্ভাষণও
জানানো হয়েছিল । এমনকি কোনো এক সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে তাঁদের জন্য শ্রদ্ধার্ঘ্যও দেওয়া হয়েছিল । শুধু তাই নয় পাশাপাশি যে সমস্ত ল্যাব টেকনিশিয়ানরা , যাঁরা করোনার rt-pcr এবং অ্যান্টিজেন টেস্ট প্রাণের ঝুঁকি নিয়ে ক্রমাগত করে চলেছেন তাঁদের চাকরিও আজ জিজ্ঞাসা চিহ্নের মুখে। তাই সেই সমস্ত অস্থায়ী কর্মরত কোভিড ওয়ারিয়রস রাস্তায় নেমে আন্দোলন করলেন । এই দিন পাশাপাশি হাতে করে একট ” ওয়েস্ট বেঙ্গল কোভিদ ওয়ার্কার্স” লেখা ব্যানার নিয়ে সল্টলেক থেকে স্বাস্থ্য ভবন অব্দি রাস্তায় হাঁটলেন তাঁরা । পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন তাঁদের এই বিষয়টিকে যথেষ্ট মানবিকতার সাথে বিচার করার জন্য।