বাংলা সিনেমার নক্ষত্রপতন, প্রয়াত শক্তি ঠাকুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। সোমবার সোশ্যাল মিডিয়ায় অভিনেতা মৃত্যুর খবর দেন তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। ভোরেই শেষকৃত্য সম্পন্ন হয়। সোশ্যাল সাইটে অভিনেতার মেয়ে জানান,
দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র দু’ঘণ্টার মধ্যে মৃত্যু হয় শক্তি ঠাকুরের। একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি সমান দক্ষতায় প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে বেশ স্বনামধন্যা।

গায়ক, অভিনেতা হিসাবে পরিচয় পেলেও প্রথম জীবনে শক্তি ঠাকুর ছিলেন স্কুল শিক্ষক। অঙ্ক ছিল তাঁর প্রিয় বিষয়। ১৯৭৬-এ তপন সিংহের ‘হারমোনিয়াম’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গানের দুনিয়ায় প্রথম পা রাখেন তিনি। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় শক্তি ঠাকুরকে দিয়ে তাঁর সুর করা বেশ কিছু বাংলা ছবিতে গান গাইয়েছেন। পাশপাশি, তিনি অভিনয় করেছেন তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’, ভালবাসা ভালবাসা ছবিতে। এই ছবিতে অভিনয়ের সঙ্গে কোরাসে গলাও মেলান। এ ছাড়াও শক্তি ঠাকুর গান গেয়েছেন, অজয় দাস, আর ডি বর্মনের সুরে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষিআইনের সমর্থনে বিজেপির পদযাত্রা। এম ভারত নিউজ

কৃষিআইনের সমর্থনে পদযাত্রার আয়োজন করল পূর্ব মেদিনীপুরের তমলুকের রাধাবল্লভপুর এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার এই পদযাত্রায় সামিল হন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। এদিন রাধাবল্লভপুর থেকে নাইকুড়ি পর্যন্ত মিছিল করা হয়। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার জেলার সভাপতি নবারুন নায়েক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা।মিছিল […]

Subscribe US Now

error: Content Protected