এলাকা নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। একধিক জায়গায় জমায়েত সরাতে এবার লাঠি চার্জ করলো বিধাননগর পুলিশ। শীতলকুচির ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি প্রায় উত্তাল হয়ে রয়েছে। তাই পঞ্চম দফা নির্বাচনের আগেই সমস্ত রকম সর্তকতা অবলম্বন করা হয়েছিল কিন্তু আজ সকাল থেকেই পঞ্চম দফা নির্বাচন উপলক্ষে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে সামনে। ইতিমধ্যে বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে এল বিধাননগরের নাম। ওদিকে করোনা সংক্রমণ রুখতে বিধাননগরের পুলিশের তরফে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য মাক্স বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই ।
বর্তমানে রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। সেই কারণে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বৈঠক করে জানানো হয়েছে আগামী দফার ভোট গুলিতে নির্বাচন বিধি মেনেই ভোট গ্রহণ করতে হবে। পাশাপাশি সেই বিষয়ে প্রশাসনিক মহলের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।তাই আজ বিধাননগরের দত্তাবাদ এলাকায় বেআইনি জমায়েত রুখতে এদিন হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি বাহিনী। সেখানেই রাস্তায় বেআইনি ভাবে জমায়েত দেখলেই লাঠি চার্জ করে তাঁদের। লাঠিচার্জ করে উঠিয়ে দেওয়া হয় দুই জনের বেশি ক্যাম্প কর্মীদের। প্রধানত নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। বিশেষত বিভিন্ন দলীয় কর্মীরা বিপরীত দলের কর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ এসেছে । এই বিষয়ে তৎপরতা দেখিয়ে ময়দানে নেমেছে পুলিশ।