Read Time:45 Second
সপ্তমীর বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের দুই জায়গায়। বেলেঘাটা আইডি হাসপাতালের গোডাউনে আগুন লাগে। প্রথমে হাসপাতালের কর্মী ও আবাসিকরা গোডাউন ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে আগুনের ফুলকি দেখা গেলে মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। তবে কোনও রোগীর ক্ষতি হয়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। অন্যদিকে, সন্ধ্যায় জহরলাল নেহেরু রোড এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়।
