‘এক পদ, এক পেনশন’ নীতি নিয়ে বড় নির্দেশ আদালতের। এম ভারত নিউজ

Mbharatuser

উল্লেখ্য, ২০১৯-র ১ জুলাই থেকে কার্যকর হবে সংশোধিত ‘এক পদ, এক পেনশন’ নীতি

0 0
Read Time:2 Minute, 38 Second

‘এক পদ, এক পেনশন’ নীতির অধীনে অবসরপ্রাপ্ত যোগ্য সেনা কর্মীদের কীভাবে দেওয়া হবে বকেয়া পেনশন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে এই প্রশ্ন করে বিস্তারিত ‘রোডম্যাপ’ চাইল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত বিশদ তথ্য সর্বোচ্চ আদালতে জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি কেন্দ্রের তরফে আদালতে হাজির হওয়া অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘অনুগ্রহ করে এটা নিশ্চিত করবেন যাতে প্রতিরক্ষা মন্ত্রক নিজেদের হাতে আইন না তুলে নেয়।’

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এই বছরের মার্চের মধ্যে ‘এক পদ, এক পেনশন’-এর বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। তবে পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রক এক তরফা ভাবে এক বিজ্ঞপ্তি জারি করে বলে যে চার দফায় বকেয়া মেটানো হবে। এই বিজ্ঞপ্তি নিয়ে অসন্তুষ্ট সর্বোচ্চ আদালত। এদিন আদালত বলে, ‘৭৫ বছর বয়সের ওপরে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহিদ বা মৃত সেনাকর্মীদের বিধবাদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।’

উল্লেখ্য, ২০১৯-র ১ জুলাই থেকে কার্যকর হবে সংশোধিত ‘এক পদ, এক পেনশন’ নীতি। এর ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া বাবদ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। সরারি হিসেব অনুযায়ী, ২৫.১৩ লাখ পেনশনভোগী লাভবান হবেন এই নীতির ফলে। পাশাপাশি, নিহত সেনাকর্মীদের বিধবা স্ত্রী ও যুদ্ধ ক্ষতিগ্রস্ত সেনাকর্মীরাও এর আওতায় আসবেন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'নন্দীগ্রাম আন্দোলন জনগণের', শহীদ দিবসে হুঙ্কার শুভেন্দুর। এম ভারত নিউজ

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় নন্দীগ্রামে শহিদ দিবস পালনের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী

Subscribe US Now

error: Content Protected