সাড়ে চার মাস পর সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। এম ভারত নিউজ

admin

সোমবার সকালে এই ঘোষণার পর কংগ্রেস শিবিরে খুশির জোয়ার

0 0
Read Time:4 Minute, 0 Second

রাহুল গান্ধীকে ভয় পেয়ে নাকি ষড়যন্ত্র করেছিল বিজেপি, সোমবার সেই ষড়যন্ত্রই ফাঁস হয়ে গেল রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার পর এমনটাই দাবি করছে কংগ্রেস। প্রায় সাড়ে চার মাসের মাথায় লোকসভার সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল। মোদী পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি তাঁর শাস্তি স্থগিত করেছিল। তার ৪৮ ঘণ্টার মধ্যে রাহুলকে সাংসদ পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার সকালে এই ঘোষণার পর কংগ্রেস শিবিরে খুশির জোয়ার। সারা দেশেই তাদের উচ্ছ্বাস যেন বাধ ভেঙেছে। কোথাও ঢাক-ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন কংগ্রেস কর্মী, সমর্থকেরা। কোথাও আবার হাসিমুখে চলছে একে অপরকে মিষ্টি খাওয়ানোর পালা।

তবে রাহুলের পদ ফেরানোর সিদ্ধান্তের পর হাত শিবিরের একাধিক শীর্ষ নেতা ষড়যন্ত্রের তত্ত্ব তুলে এনেছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহেলট রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “গোটা দেশের কাছে আজ একটা বার্তা গেল। রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছিল। বিজেপি নেতারাই ভয় পেয়ে এই ষড়যন্ত্র করেছিলেন। সেটা এখন ফাঁস হয়ে গিয়েছে।” ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইটে লিখেছেন, “এটি ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়, অবিচারের বিরুদ্ধে সুবিচারের জয়, অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, স্বেচ্ছাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জয় এবং সর্বোপরি, ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র জয়। রাহুলজির মাধ্যমে ভারতের কণ্ঠস্বর আবার সংসদে ধ্বনিত হবে।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “রাহুলের সাংসদ পদ ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত। এই সিদ্ধান্ত দেশের মানুষকে, বিশেষত ওয়েনাড়ের মানুষকে স্বস্তি দেবে।”

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারাও রাহুলকে সাংসদ পদ ফিরে পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মহারাষ্ট্রের শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে টুইটে লেখেন, “রাহুলকে লোকসভায় ফেরানো হয়েছে। যাঁরা আমাদের দেশের জন্য, সত্যের জন্য লড়াই করছেন, তাঁদের চুপ করিয়ে দিতে কী কী করা হচ্ছে, গোটা বিশ্ব তা দেখছে। এ ভাবে আসলে দেশকেই অপমান করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব রাহুলকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি অবশ্য রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়াকে তেমন পাত্তা দিচ্ছে না। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, “রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এত আনন্দ করার কিছু নেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুক্তির আগেই কয়েকশো কোটিতে বিক্রি আরিয়ানের ওয়েব সিরিজ? এম ভারত নিউজ

পরিচালকরা যখন প্রথম সিজন তৈরির আগেই পঞ্চম সিজনের প্রস্তাব গ্রহণ করে ফেলছেন, তখন আরিয়ানের আত্মবিশ্বাস দেখার মতো

Subscribe US Now

error: Content Protected