Read Time:1 Minute, 10 Second
উত্তরপ্রদেশের লখিমপুরে একটি আখের ক্ষেতে ছোট্ট শিশুর দেহ দেখতে পান তাঁর মা-বাবা । খবর দেন পুলিশকে । পুলিশ জানায় আগে ধর্ষণ পরে অমানবিক অত্যাচার আর তারপর খুন করে ওই নাবালিকাকে জমিতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা । শিশুটির গ্রাম থেকেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধর্ষিতার পরিবারের দাবি, মেয়েটি শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল, অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি তাকে । শনিবার সকালে আখের ক্ষেতে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান তাঁরা । মেয়েটির বাবা পুলিশকে জানান, তাঁর মেয়ের চোখ খুবলে, জিভ কেটে তারপর গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করা হয়েছে তাঁর কন্যাকে । অভিযুক্তের যথাযথ শাস্তি কামনায় সবাই ।
