0
0
Read Time:1 Minute, 13 Second
ইস্ট ক্যানেল রোডের সাহেববাগান এলাকায় অত্যন্ত বিপজ্জনকভাবে বিদ্যুতের তার ঝুলছে গোটা এলাকাজুড়ে। বিদ্যুতের পোল ভেঙে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে । ট্যাঙ্ক থেকে জল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর চুয়াল্লিশের পুষ্প বর্মা নামে এক প্রৌঢ়ার। এর ঠিক এক সপ্তাহ আগেই ওই এলাকায় একইভাবে মৃত্যু হয় আরও এক স্থানীয় বাসিন্দার। স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই দুজনের মৃত্যু আর তাতেই ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার দায় এড়াতে মন্ত্রী সাধন পাণ্ডের ঘাড়ে দোষ চাপালেন কাউন্সিলর। কাজ না করলে মানুষের ক্ষোভের মুখে পড়তেই হবে, পাল্টা কটাক্ষ করলেন সাধন পাণ্ডে।