রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে জয়েন্ট পরীক্ষা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে আজ প্রথম অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। মূলত দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ করার পরেই পরীক্ষাটিকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা হিসেবে নেওয়া হয়ে থাকে। পাশাপাশি করোনা সংক্রমনের প্রথম ঢেউয়েরর সূচনা পর্ব থেকেই রাজ্যে বন্ধ করা হয়েছিল অফলাইন পঠন-পাঠন।তবে এবার বেশ কিছুটা পুরনো ছন্দে ফিরে এসে অফলাইনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছে রাজ্য।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেদিকে নজর রেখেছিল রেল কর্তৃপক্ষ । আজ স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল সমস্ত জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের । পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে আজকের পরীক্ষাটিকে দুটি ভাগে ভাগ করা রয়েছে। প্রথমত বেলা ১১টা থেকে ১ পর্যন্ত জয়েন্টের অঙ্ক পরীক্ষা। দুপুর ২টো থেকে ৪টে ফিজিক্স, কেমিস্ট্রি। গোটা রাজ্যে ৯২ হাজার পরীক্ষার্থী। প্রসঙ্গত উল্লেখ্য মাধ্যমিক দেওয়ার আগেই স্বপ্ন দেখা হয় ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার। আর আজ সেই ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিতে পেরে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ছাত্রছাত্রীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কোলাঘাটে তৈরি হচ্ছে কলেজ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কোলাঘাট এলাকার ছাত্র ছাত্রীদের কাছে রীতিমত খুশির খবর নিয়ে এল রাজ্যের পি ডব্লিউ ডি. বিভাগ। কোলাঘাট বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কলেজের। মেধাবী ছাত্র-ছাত্রী থাকা সত্ত্বেও কোলাঘাটে নেই কোন কলেজ। যদিও কলেজের পরিকাঠামো না থাকলেও বহু আগেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মহাবিদ্যালয় ।জানা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected