শীতের আগে দেশের করোনা পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগে দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমেছিল। তবে আবার তা ৪৫ হাজারে পৌঁছে গিয়েছে। পাশাপাশি দৈনিক মৃত্যুও গত ৫ দিন ধরে ৫০০-র বেশি। গত ১ মাস ধরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমলেও আজ তা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৫ জন। আজ সেখানে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৪১ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১১ জনের। এখনও পর্যন্ত ভারতে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮ জনের প্রাণ কেড়েছে করোনা। প্রসঙ্গত এমাসে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে দিল্লিতে বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় সেখানে ১২১ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
অন্যদিকে মাঝে দুদিন অনেকটাই কম থাকার পর ফের বাংলায় বাড়তে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ। তবে, বেশ কিছুদিন ধরে লোকাল ট্রেন পরিষেবা শুরু হলেও যেমন আশঙ্কা করা হয়েছিল, সেই মতো সংক্রমণের ছবি এখনও সামনে আসেনি। একইসঙ্গে উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার হারও। স্বাভাবিক কারণেই দ্রুত গতিতে কমতে শুরু করেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও। রবিবার রাজ্যের স্বাস্থ্যভবন তাদের বুলেটিনে জানিয়েছে রাজ্যে সুস্থতার হার পৌঁছল ৯২.৭২ শতাংশে। এ দিন স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। মোটের উপর তা নিয়ন্ত্রণেই রয়েছে।