ফের ভয়নক পথ দুর্ঘটনা ঘটল ৬০ নং জাতীয় সড়কে। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া: আজ ফের বাঁকুড়া জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউই। এমত অবস্থাতেও আজ বাঁকুড়ার রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়া রেল ব্রিজে ঘটে এই পথদুর্ঘটনা। পথদুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, পাশাপাশি আহত হন একজন।পুলিশ সূত্রে খবর পুরুলিয়ার সাতুরি এলাকার বাসিন্দা জয়ন্ত হাড়ি বাইকে করে তাঁর আত্মীয় বাড়ি বল্লভপুর থেকে মেজিয়া রেল ব্রিজ হয়ে  সাতুরি যাচ্ছিলেন। বাইকের পেছনে ছিলেন আরেক বাইক সাওয়ার। ঠিক সেই সময় মেজিয়া রেল ব্রিজের কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক চালক জয়ন্ত হাড়ি। পিছনের বাইক সাওয়ার গুরুতরভাবে আহত হলে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে।দেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনা ঘটার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াস পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

আজ নবান্নে ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বৈঠকে ইয়াসের পাশাপাশি আমফানের ক্ষতিগ্রস্থ বেশ কিছু বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আজকের এই বৈঠকে আমফানের ভেঙে যাওয়া গাছ প্রসঙ্গে তিনি বলেন , “আমফানের সময় প্রচুর গাছ ভেঙেছে, সেই গাছ কোথায় গেল? সব দফতরের থেকে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected