Read Time:1 Minute, 7 Second
বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ পরিচালক অনুরাগ কাশ্যপকে হাজিরা দেওয়ার সমন পাঠায় । মুম্বই পুলিশের সমনে সাড়া দিয়ে আইনজীবী প্রিয়াঙ্কা খিমানিকে সঙ্গে নিয়ে আজ সকালেই থানায় হাজিরা দিলেন পরিচালক । অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ভারসোভা থানার পুলিশ পরিচালককে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেই মিথ্যে ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অনুরাগ । অন্যদিকে অনুরাগের বিরুদ্ধে অভিযগ করার পর নাকি পায়েলকে হুমকি দেওয়া হয় যার জন্যে তিনি Y গ্রেডের সুরক্ষা ব্যবস্থার আবেদনও করেন অভিনেত্রী । যদিও সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
