ভারতীয় মহিলা ক্রিকেট টিম এখন ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে অপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা দুনিয়া। মহিলা ক্রিকেট দলের রাইট-হ্যান্ড ব্যাটসম্যান হারলিন দেওল বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ইংলিশ ব্যাটসম্যান আ্যমি জোন্সের মারা দুর্দান্ত শটকে ডাইভ দিয়ে হাতের মুঠোয় বন্ধ করে নেন। সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও হারলিনের এই দুর্দান্ত ক্যাচ ম্যাচ হারের দুঃখ ভুলিয়ে দিয়েছে গোটা দলকে। তার এই সাফল্যে সচিন তেন্ডুলকর , নরেন্দ্র মোদি সহ আরো অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ফিল্ডিং-এ ডাগ আউটে থাকা স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌর সহ বাকি ক্রিকেটাররাও অভিনন্দন জানান তাঁকে। জানা যায় ছোটবেলা থেকেই হারলিন ‘মেন ইন ব্লুর’ সুরেশ রায়না কে তার আইডল হিসেবে মানেন। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার তানিয়া ভাটিয়ার পর তিনিই হলেন চন্ডিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া দ্বিতীয় ব্যাটসম্যান। ২০১৯ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল এই ২৩ বছর বয়সি মিডল অর্ডার মারকুটে ব্যাটসম্যানের। ক্রীড়াজগতের অনেকাংশের দাবি এত কম সময়ে হারলিনের ব্যাটিং দক্ষতা ও ফিল্ডিংয়ে সঠিক টাইমিং , তাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।