বঙ্গে শীতের আমেজ, ৫ ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা! এম ভারত নিউজ

admin

শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী সপ্তাহের শেষে

0 0
Read Time:2 Minute, 22 Second

অবশেষে বঙ্গে শীতের আমেজ। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অন্যদিকে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা, পরে কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল পারদ। শনিবার সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। উত্তর-পশ্চিমের বাতাসে আবহাওয়ার পরিবর্তন হবে, পারদ নামার ইঙ্গিত রয়েছে। শীতের আমেজ অনেকটাই বাড়বে। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে, পুড়ে মৃত শিশু সহ আট! এম ভারত নিউজ

হাইওয়ে দিয়ে যাওয়া অন্যান্য গাড়ির যাত্রীদের কানে যখন আর্তনাদ পৌঁছয়

Subscribe US Now

error: Content Protected