দেশের করোনা আবহে বানানো হয়েছিল কোউইন আ্যাপ ,তবে শুরুতেই বিভ্রাটে পরতে হয়েছিল । প্রথমদিনেই বন্ধ রাখতে হয়েছিল ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। বিশেষত নাম নতিভুক্ত করনের জন্য বানানো হয়েছিল এই আ্যপ। তবে যে কারনে বানানো ,সেই চাহিদা পরিপুর্ন করতে পারেনি এই আ্যাপলিকেশনটি , ফলে প্রথম দিনেই বন্ধ রাখতে হয়েছিল ভ্যাকসিনেশনের প্রক্রিয়াপ্রক্রিয়া। তবে আগামী দিনে www.cowin.gov.in-home ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্তকরন করতে হবে সকলকে ।

সূত্রের খবর অনুসারে জানা যায় এই দিন ৯৪ টি সাইট একসঙ্গে কাজ করছিল তবে হঠাৎ এই ব্যবহার শুরু হয় বন্ধ হয়ে যায় সমস্ত প্রক্রিয়া। কোউইন নির্মাতাদের মতে জানানো হয়েছে বিশেষত সাধারণ মানুষের নাম নথিভুক্ত করনের জন্য ওয়েবসাইট বা পোর্টাল ব্যবহার করা হয়ে থাকে ।সেক্ষেত্রে অনেকেই ভুলবশত প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন তার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।