নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর:
অল্পের জন্য প্রাণে বাঁচলেন দিব্যেন্দু অধিকারী। জানা যাচ্ছে, গতকাল রাত্রে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শনিবার রাতে তৃণমূল সাংসদ নিজের নির্বাচনী কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আর সেই সময় তাঁর গাড়ি একটি মাল বোঝাই লরির মুখোমুখি হয়ে যায়। কোন রকমের চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান উভয়পক্ষই। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে গত রাত্রের এই দুর্ঘটনায় হাতে বেশ কিছুটা আঘাত পেয়েছেন দিব্যন্দু। তমলুক থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মূলত রাস্তা খারাপ হওয়ায় মগরাজপুরের পরে গাড়ি বেশ আস্তেই চলছিল। চণ্ডীপুরের কাছে তমলুকগামী একটি ট্রাক সাংসদের গাড়ির সামনে এসে যায়। অল্পের জন্য রক্ষা পায় সংসদের গাড়ি। আচমকাই গাড়ি কাটাতে গেলে কনুইতে আঘাত লাগে দিব্যেন্দু অধিকারীর। তবে এখন সাংসদ ভাল আছেন বলেই জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে ,এদিনের ঘটনায় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা ভোটের পর বিধান সভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আর তার কয়েক দিনের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অধিকারী পরিবারকে।