সাধারণ মানুষের জীবনে ভোটার কার্ড আজ এতোটাই গুরুত্বপূর্ণ হয়ে পরেছে যে যে কোনো ফর্ম ফিলাপের ক্ষেত্রে আন্যান্য বেশ কিছু প্রমাণের পাশাপাশি এটিও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাড়িয়েছে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে তো অবশ্যই, অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই ভোটার কার্ড অপরিহার্য যে কারণে অনেক সময়ে এই কার্ডে ভুল থাকলে গ্রাহকদের তা সংশোধন করতে হয় । বর্তমানে এই ভোটার কার্ড আস্তে চলেছে নতুন রূপে। আর সাদা কালো নয়, এবার থেকে ভোটার কার্ড হবে রঙিন।
এই কার্ডের জন্য আবেদন করতে হবে, যা অনলাইনেও করা যাবে বলে জানা গিয়েছে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে nvsp (national voter’s service protal) ওয়েবসাইটে যেতে হবে গ্রাহকদের। হোম পেজে গিয়ে সেখান থেকে ভোটার পোর্টাল বক্সে ক্লিক করতে হবে। সেখান থেকে সাধারণ মানুষজনকে https://voterportal.eci.gov.in পোর্টালে যেতে হবে। সেখান থেকে পরবর্তী পেজে গিয়ে প্রার্থীদের পোর্টালে নিজেদের রেজিস্টার করতে হবে। নিজস্ব নতুন account খুলতে হবে প্রার্থীদের। তা হয়ে গেলে প্রার্থীদের একটি ফর্মে নিজের ছবি সহ কিছু তথ্য দিতে হবে। তারপরে তা সাবমিট করে সাবমিট করা সংক্রান্ত সব তথ্য নিজেদের কাছে রাখতে হবে যাতে পরবর্তীকালে তা কাজে লাগলে পাওয়া যায়। নতুন ভোটার কার্ডের আশায়ে রয়েছেন অনেকেই। রূপ বদল হওয়ার পর সেটা কিরকম দেখতে হবে তা নিয়ে উদগ্রীব হয়ে পরেছেন সাধারণ মানুষ।