Read Time:46 Second
আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় চরম উন্মাদনা লক্ষ্য করা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দের মধ্যে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, কোলাঘাট, তমলুক হলদিয়া সহ জেলার বিভিন্ন অঞ্চলের মহা ধুমধামের সঙ্গে রাম পুজো করল বিজেপির দলিয় সদস্যরা । সবরকমের নিয়ম রীতি মেনেই এ পুজো সম্পন্ন হয়েছে সেখানে । শঙ্খধ্বনি থেকে প্রসাদ বিতরন, বাদ পড়েনি কিছুই ।

