ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন সিমোন বাইলস । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

টোকিও অলিম্পিকের মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট সহ অল আ্যরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়ালেন সিমোন বাইলস। এই বিষয়টিই সিমোন নিজের মুখেই স্বীকার করেছেন। ইউএস জিমনাস্টিক নামক এক প্রতিবেদনের প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা গেছে আপাতত নিজের শারীরিক স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে চান এই বিখ্যাত জিমন্যাস্ট। অলিম্পিক নির্মাতা কমিটির তরফ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে সিমোন বাইলস ফাইনালে অংশগ্রহণ করবেন কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি মার্কিন এই জিমন্যাস্ট।

জানা যায় কিছুদিন আগে ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁর পরিবর্তে ওই ইভেন্টে নামানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য একজন জিমন্যাস্টকে। আজ আমেরিকার জিমন্যাস্টিক্সের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, “স্বাস্থ্যপরীক্ষার পর অল অ্যারাউন্ড বিভাগ থেকেও সরে দাঁড়ালেন সিমোনে বাইলস। তাঁর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত রিও অলিম্পিকে চারটি পদক জয় করেছিলেন, কিংবদন্তি এই মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস। তবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর মানসিক অবসাদের বিষয়টি সামনে আসাতেই ব্যক্তিগত ইভেন্টের পর গতকাল দলগত ইভেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর এই সিদ্ধান্তে রীতিমত চিন্তায় পড়ে যান মার্কিন দলের বাকি সদস্যরা। তবে নিজেদেরকে বেশ কিছুটা সামলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভ্যাকসিন নিয়ে ভোগান্তি সিউড়ি সদর হাসপাতালে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : ফের খবরের শিরোনামে বীরভূমের সদস্য শহর সিউড়ি। আজ সিউড়ি সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে ভোগান্তির শিকার হতে হল সিউড়িবাসিকে। ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারা যায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন মিলছে না সেখানে। বেনিয়মে ঢুকে পড়ে ভ্যাকসিন নিতে শুরু করে […]
district_393

Subscribe US Now

error: Content Protected