আফগানিস্তানে ভারতীয়দের উদ্ধার নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 53 Second

আফগানিস্তানের ভারতীয়দের উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, আজই এই বৈঠকে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারের পদ্ধতি এবং এখনও পর্যন্ত ঠিক কতজন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে সে বিষয়ে বিশদ তথ্য দিতে চলেছেন ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। সকাল ১১ টায় বৈঠক শুরু হওয়ার কথা। জানা যাচ্ছে, আজ এই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত দলের শীর্ষ নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপস্থিত থাকতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বৈঠকে মূলত আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার পদ্ধতি এবং উদ্ধারকৃত ভারতীয়দের সংখ্যা সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হবে। পাশাপাশি গত কয়েক দশকে ভারতের তরফ থেকে আফগানিস্তানে যে বিনিয়োগ করা হয়েছে ,সেই বিষয়ে বিশদ আলোচনা করা হবে। এছাড়া আগামী দিনে আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হলে, তাদের সঙ্গে ভারতীয়দের সম্পর্ক ঠিক কিরকম হতে চলেছে সেই বিষয়ে তথ্য দেওয়া হবে আজকের এই বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের দখল নেয় তালিবানরা। তারপর থেকেই সে দেশে নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করছে তারা । যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে বিশ্বের সমস্ত দেশগুলিকে। মূলত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত কমবেশি অনেক দেশই। ইতিমধ্যেই তালিবানদের তরফ থেকে রপ্তানি বন্ধ করে দেওয়ায়, গত দুই সপ্তাহের ভারতের ড্রাই ফ্রুটের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ২৫০ টাকা। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে ভারতবাসীকে। এছাড়াও ভারতের জাফরান আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে, তালিবানদের জন্যই । তাই আগামী দিনে ব্যবসার জন্য আফগানিস্তানের ওপর নির্ভরশীল হওয়া যাবে কিনা সে বিষয়ে বিশদ তথ্য আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া ৯ বিচারপতি পেল দেশের শীর্ষ আদালত । এম ভারত নিউজ

দেশের শীর্ষ আদালতে নিযুক্ত হলেন নয়া ৯ বিচারপতি। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারপতি রয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নিয়োগ পত্রে স্বাক্ষর করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।ওদিকে এবিষয়ে আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে চলেছে। শীর্ষ আদালতের নতুন বিচারপতিদের মধ্যে আছেন বিচারপতি বিভি নাগরথনা। জানা যাচ্ছে, আগামী […]
News_1008

You May Like

Subscribe US Now

error: Content Protected