পাপিয়া অধিকারীকে চড়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 5 Second

তৃতীয় দফার নির্বাচনে ফের অশান্তি| ৬ এপ্রিল হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ভোট ছিল আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে| হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারীকে চড় মারার অভিযোগ উঠলো তৃণমূলের দিকে|উলুবেড়িয়া হাসপাতাল মহকুমা চত্বরে এই ঘটনা ঘটে বলে পাপিয়া অধিকার জানান, যদিও তৃণমূল এই ঘটনাকে নাকচ করে দেয়|সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলাকালীন উলুবেড়িয়ায় তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে বিরাট সংঘর্ষ বাঁধে|সেই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে তলোয়ার দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, আহত হন বিজেপি কর্মী| আর সেই বিজেপি কর্মীকেই হাসপাতালে দেখতে যান বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী| ওই হাসপাতাল চত্বরেই তৃণমূলের সমর্থকদের সাথে পাপিয়া অধিকারীর বচসা বাঁধে এবং তাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলা হয়|বিজেপির তরফ থেকে জানানো হয়েছে- তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির সমর্থকদের মারতে শুরু করে, প্রার্থী পাপিয়া অধিকারী বাঁধা দিতে গেলে তাকে চড় ও ধাক্কা দেওয়া হয়| পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকেও নীরব দর্শকের ভূমিকা পালন করে| ঘটনায় আহত হন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী সহ আরও কয়েকজন বিজেপির সমর্থক| ঘটনা প্রসঙ্গে পাপিয়া অধিকারী জানান-‘সকাল থেকে আমি চারিদিকে টহল দিচ্ছি, কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করছে| কিন্তু তৃণমূলের লোকজন বারবার সমস্যা সৃষ্টি করতে চাইছে|আমাদের কর্মীদের তরোয়াল দিয়ে আঘাত করা হচ্ছে, বিজেপির ভোটের পাল্লা ভারী হওয়াতেই এরকম অশান্তি বাঁধাতে চাইছে তৃণমূল| আমাকে চড়, ঘুষি মারা হয়েছে এমনকি লোহার রড দিয়েও আঘাত করা হয়েছে|এর থেকেই বোঝা যায় বাংলায় নারীদের নিরাপত্তা ঠিক কতটা? নির্বাচন কমিশনকে আমি অভিযোগ জানাবো| যারা আমাকে আজ মেরে ফেললেন না তাদের বুঝিয়ে দেবো আগামীতে সুষ্ঠু প্রশাসন কাকে বলে ’| অবশ্য তৃণমূল এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করছে তারা|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ বঙ্গ সফরে শাহ । এম ভারত নিউজ

আজ ফের রাজ্যে অমিত শাহ। রাজ্যের চার জায়গায় রোড শো করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে, হুগলির সিঙ্গুরে রোড শো রয়েছে বেলা ১২টায়। সেখানে রোড শো সম্পন্ন করে দুপুর দেড়টা নাগাদ হাওড়ার ডোমজুড়ে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে রোড শো রয়েছে তাঁর। সবশেষে বিকেল সাড়ে […]

Subscribe US Now

error: Content Protected