দিল্লিতে ঋষি সুনাক, G 20-র ফাঁকেই অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী। এম ভারত নিউজ

admin

আর তিনি এখন ভারতের মাটিতে। আজ রবিবার জি-২০ সম্মেলনের শেষ দিন

0 0
Read Time:3 Minute, 4 Second

অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক ঋষি সুনাক। জি-২০ সম্মেলনে অংশ নিতেই বিশ্বের একাধিক রাষ্ট্রনেতারা এখন ভারতের রাজধানী দিল্লিতে। সেই তালিকায় রয়েছেন সুনাকও। ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন সুনাক, ভারতের কাছেও এটা অত্যন্ত গর্বের। আর তিনি এখন ভারতের মাটিতে। আজ রবিবার জি-২০ সম্মেলনের শেষ দিন। রাজঘাটে গান্ধীমূর্তির উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট রাষ্ট্রনেতারা এবং তারপরেই শুরু হয় আজকের অধিবেশন। আর এর ফাঁকেই নিজের স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে সুনাককে দেখা গেল অক্ষরধাম মন্দিরে। সুনাক বরাবরই বলে এসেছেন, মনে-প্রাণে তিনি একজন হিন্দু। ব্রিটেনের বহু মন্দিরেই তাঁকে প্রায়শই দেখা গিয়েছে। এর আগেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে বলেন, ‘তাঁর ধর্মীয় বিশ্বাস একান্তই তাঁর ব্যক্তিগত বিশ্বাস এবং সেই বিশ্বাস তাঁকে জীবনের প্রতি ক্ষেত্রে পথ দেখায়’।

অন্যদিকে জি-২০ সম্মেলনে ভারত এবার সভাপতিত্ব করছে। গতকালই ভাষণ দিতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ভারতের প্রস্তাব গৃহীত হয়েছে। অন্যদিকে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খোলেন তিনি। এই বিষয়ে শান্তির বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নত ভারত গড়ার কথাও তাঁর মুখে শোনা যায়। বিশ্ব-বাণিজ্য সম্পর্ক বলা বাহুল্য আগের থেকে অনেকখানিই উন্নত হয়েছে এই সময়। উল্লেখ্য ঋষি সুনাক এ’প্রসঙ্গে জানান, “মোদিজি এবং আমি দু’জনেই চাই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হোক। এক্ষেত্রে খুবই ভাল কাজ হতে পারে বলেই আমরা মনে করি। তবে বাণিজ্য চুক্তি সময় সাপেক্ষ। এতে সময় লাগে। দু’দেশের সহমত হওয়া প্রয়োজন। আমরা অনেক দূর এগিয়েছি। তবে এখনও অনেক কাজ বাকি।” দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ইতিমধ্যেই জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ইন্ডিয়া' নামের পেছনে রয়েছে কোন ইতিহাস? জানুন। এম ভারত নিউজ

তবে আজকের নেটদুনিয়ার দাপট সাধারণ জনগণের থেকে বেশি বই কম নয়

Subscribe US Now

error: Content Protected