বঙ্গো ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়েছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাবিশ্বের মনোনয়নপত্র জমা দেয়ার সিদ্ধান্ত হয় নন্দীগ্রামে থেকে যাওয়ার। ডাক্তারি রিপোর্টে৷ জানা গিয়েছে, বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে তৃণমূল নেত্রীর তবে ষড়যন্ত্র করে তাঁর উপর হামলার যে অভিযোগ তিনি এনেছেন, সেটা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
গত কাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনায় এবার পুজো দিলেন মহিষাদলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে তিনি মহিষাদলের গোপাল জিকইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি পুজো দেন। তার দাবি বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি অবিলম্বে যাতে এইসব অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে , তিনি বলেন অবশ্যই এটি একটি ষড়যন্ত্র। তাঁর পা যেভাবে ফুলে গিয়েছে তা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে সত্যিই হামলা করা হয়েছে তাঁর ওপর , স্থানীয় পুলিশের উপস্থিতি না থাকায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, বিরোধীদলের মদত থাকতেই পারে এই হামলার পেছনে ।