বাদল অধিবেশনের প্রথম দিনেই করোনা পজিটিভ লোকসভার প্রায় ১৭ সাংসদ। যাঁদের মধ্যে বিজেপির ১২ জন, ওয়াইএসআর কংগ্রেসের দু’জন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপি-র এক জন করে সাংসদের রিপোর্ট পজিটিভ। বাধ্যতামূলক করোনা পরীক্ষায় গতকাল ও আজ, তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁরা অধিবেশনে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে প্রথম দিনেই এত জন সাংসদের রিপোর্ট পজিটিভ আসায় অধিবেশন নিয়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ এড়াতে
বসা দুই সাংসদের মাঝে লাগানো হয়েছে পলিকার্বন শিট। প্রত্যেক সাংসদের দুই পাশের আসন খালি। এভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। সকলের করোনা পরীক্ষা হয়েছে। ঢোকার মুখে হাত স্যানিটাইজার দিয়ে জীবাণুমক্ত করতে হয়েছে। তাতেও শেষ রক্ষা হল না। অধিবেশনের প্রথম দিনেই বিজেপির সাংসদ মীনাক্ষি লেখি, অনন্ত কুমার হেগড়ে, প্রভেস সাহেব সিংহ সহ ১৭ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
