অবশেষে জামিন পেলেন পাগড়ি-কাণ্ডে ধৃত বলবিন্দর সিং। ১১ দিন পুলিশ হেফাজতে থাকার পর জামিন পেলেন বলবিন্দর। গত ৮ অক্টোবর বিজেপি-র নবান্ন অভিযানে হাজির থাকা বলবিন্দরকে আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও করেছিল পুলিশ।
হাওড়া পুলিশ কমিশনারেট দাবি করে, নিয়ম ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েতে শামিল হয়েছিলেন বলবিন্দর। যদিও গ্রেফতারের সময় ওই শিখ যুবকের পাগড়ি খুলে যাওয়া নিয়ে অন্য বিতর্ক দানা বাঁধে। এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী তারাগতি ঘটক কার্যত বলবিন্দরের জামিনের বিরোধিতা করেননি। বলবিন্দরের আইনজীবী দাবি করেন, ‘‘তদন্তকারীদের পক্ষ থেকেও আদালতকে জানানো হয়েছে, লাইসেন্সের বৈধতা যাচাই-সহ অন্যান্য প্রয়োজনীয় তদন্ত হয়ে গিয়েছে। বলবিন্দরকে ফের হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।” এরপরেই বলবিন্দরের জামিনের আর্জি মঞ্জুর করেন বিচারক। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।