২০২১-এর বিধানসভার নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য অনেকগুলি নয়া ইস্তেহার প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী কথা দিয়ে যে কথা রেখেছেন ইতিমধ্যেই তা প্রমান হয়েছে। নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর আসনে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর কিছুদিনের মধ্যেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প এবং ‘স্টুডেন্ট ক্রেডিটকার্ড’ প্রকল্পের শুভ সূচনা হয়ে গিয়েছে।
মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে ঘোষণা করেছেন খুব শীঘ্রই রাজ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের শুভ উদ্ভোধন করা হবে।

প্রত্যেকটি জেলার জেলাশাসকদের গ্রামের গৃহবধূদের এই প্রকল্পের আওতায় আনার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণের কথা তিনি জানিয়েছেন। কোনো গৃহবধূ যাতে এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন সেদিকটা লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের আওতায় থাকা গৃহবধূদের মাসিক বৃত্তি হিসাবে ৫০০-১০০০ টাকা করে প্রতিমাসে দেওয়া হবে। মমতা ব্যানার্জি জানিয়েছেন বাংলা গৃহবধূদের স্বনির্ভর করতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে।