পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু । নিজেই জানালেন আশঙ্কার কথা। বললেন, তার জনসভায় বিশৃংখলা সৃষ্টি করার আভাস পাচ্ছেন তিনি। শুভেন্দুর ব্যক্তিগত সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলেও, যেখানে জনসভা করতে যাচ্ছেন সেখানে রাজ্য পুলিস কোনও নিরাপত্তা দিচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।
ইতিমধ্যেই নজরে এসেছে গত কয়েক দিনের বিজেপির জনসভা নানান উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনা ঘিরে নানান অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । এমনকি তার অতি পরিচিত জায়গা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও জনসভা করতে গিয়ে বিক্ষোভ এর মধ্যে পড়তে হয় তাকে। পাশাপাশি দিন দুয়েক আগে পুরুলিয়াতে জনসভা করতে গিয়ে এমনই বিপত্তির মুখে পড়েন তিনি।

শুভেন্দু তার নিজের বয়ানে বলেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে তার নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা করে দেয়া হলেও জনসভায় রাজ্য সরকারের তরফ থেকে কোনো পুলিশি ব্যবস্থা দেওয়া হচ্ছে না সেখানে, ফলেই পরবর্তীতে আবারো তার জনসভা ঘিরেই একই রকম উত্তেজনা সৃষ্টি করার পূর্বাভাস তিনি পাচ্ছেন। সেই কারণেই সরাসরি হাইকোর্টের কাছে আপিল জানানো হয় যাতে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ মোতায়েন করে তার জনসভাতে। কলকাতা হাইকোর্টে তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি শুনানি হবে এই মামলার।
তার আবেদনে তিনি আরো বলেনজনসভার প্রবেশ দ্বার ও প্রস্থান পথে যেন রাজ্য পুলিসের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিসসুপার বা কমিশনারেট এলাকার ক্ষেত্রে পুলিস কমিশনাররা যাতে এই নিরাপত্তা নিশ্চিত করেন সেদিকটা দেখার জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।