দুদিনের সফরে জেনে নিন শাহের কর্মসূচি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

২০২১-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দুদিনের সফরে বুধবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বুধবার কলকাতায় রাত্রিযাপন করে বৃহস্পতিবার বাঁকুড়া থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড। পাশাপাশি, তাঁর হাত ধরেই আবার শুরু হচ্ছে ‘মধ্যাহ্নভোজ রাজনীতি’। কলকাতা এবং বাঁকুড়া— দু’জায়গাতেই সেই কর্মসূচি রয়েছে শাহের। তিন বছর আগে উত্তরবঙ্গে মাহালি দম্পতির টিনের বাড়িতে মধ্যাহ্নভোজের মাধ্যমে জনসংযোগের রীতি চালু করেছিল বিজেপি। পরবর্তীকালে সেই দম্পতি অবশ্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার ফের বাঁকুড়ায় এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে শাহের। পাশাপাশি কলকাতাতেও এক উদ্বাস্তু পরিবারের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এখনই পরিবারের নাম প্রকাশ্যে আনতে নারাজ দল। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তিনি কলকাতা থেকে অণ্ডাল হয়ে বাঁকুড়ায় যাবেন। বাঁকুড়ার রবীন্দ্রভবনে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সারবেন। তারপর রাতেই কলকাতা ফেরার কথা তাঁর। পরের দিন শুক্রবার কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। তারপর সল্টলেকের ইজেডসিসি-তে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিনভর দলীয় কর্মসূচির শেষে রাতেই দিল্লি উড়ে যাওয়ার কথা অমিত শাহের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গ্রেফতার রিপাবলিক টিভি-র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী । এম ভারত নিউজ

গ্রেফতার করা হল রিপাবলিক টিভি-র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে । ২০১৮ সালে আলিবাগে ৫৩ বছর বয়সী এক ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তাঁর মা মুকুন্দ নায়েকের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে । ইতিমধ্যেই তাঁকে রায়গড়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য । আরেকদিকে অর্ণবের অভিযোগ, […]

Subscribe US Now

error: Content Protected