বেসরকারিকরণের জন্য কেন্দ্র থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নোটিশ পাঠানো হয়েছিল অনেক আগেই। কিন্তু অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন কেন্দ্রের এই দাবি মেনে নেয়নি। কেন্দ্রের এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফেডারেশনের ব্যাংক কর্মীরা। এআইবিওসি (AIBOC) রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিল। কিন্তু তার কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত।

তাই আজ দুপুরে বাধ্য হয়ে ধর্মতলার মেট্রো বিল্ডিংয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন অল ইন্ডিয়া ব্যাংক ফেডারেশনের ব্যাংকের কর্মীরা। ব্যাংকিং ফেডারেশনের আশঙ্কা ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার যদি কর্পোরেটদের হাতে ব্যাংকিং ব্যবস্থা তুলে দেয়, তাহলে সাধারণ মানুষ সহ দেশের প্রত্যেকটি মানুষই বিপাকে পড়তে পারে। কারণ আগের তুলনায় বর্তমানে অনলাইন OTP ভেরিফিকেশনের মাধ্যমে টাকা চুরির ঘটনায় প্রতারিত হচ্ছে বহু মানুষ। তাই কর্পোরেটদের হাতে ব্যাংকিং ব্যবস্থা তুলে দিলে মানুষের টাকা যেকোনো মুহূর্তে উধাও হতে পারে। এই বিপদ থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য প্রতিবাদে নেমেছেন সারাদেশের ব্যাংক কর্মীরা