এবার আর্থিক তছরুপ কেলেঙ্কারি মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে দিল্লিতে জেরা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার অভিনেত্রীকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মামলায় সাক্ষ্যপ্রমাণ-এর জন্যই জ্যাকলিনকে ইডির তরফ থেকে সমন করা হয়।সূত্রের খবর, চেন্নাই নিবাসী ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী।

সেই মামলাতেই জ্যাকলিনের সাক্ষ্য নিতে তাঁকে জেরা করে ইডি। ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের প্রেমিক এমন গুঞ্জন বি-টাউনে কান পাতলেই শোনা যায়। কিছুদিন আগেই একটি বিলাসবহুল বাংলোও কিনেছিলেন জ্যাকলিন সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।জ্যাকলিনের পরবর্তী ছবি ‘ভূত-পুলিশ’- এর অন্যতম নায়িকা ইয়ামি গৌতমকেও কিছুদিন আগে ডেকে পাঠায় ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় সেই প্রসঙ্গে তার বয়ানও রেকর্ড করা হয়।