
টিকা নিলেই এবার ঘুষ হিসেবে বিয়ার দেবে আমেরিকা। ঠিকই শুনেছেন। মানুষকে টিকা নিতে উৎসাহী করতে এবার এহেন চাঞ্চল্যকর পরিকল্পনা করেছে বাইডেন সরকার। আগামী ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এর আগেই যাতে দেশের মানুষকে একটি হলেও টিকার ডোজ দেওয়া যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে মার্কিন সরকার। এর আগেও টিকা নেওয়ার পর উপহার স্বরূপ নগদ টাকা, স্পোর্টস কিটস এবং সবেতন ছুটির মত আরও অনেক কিছুই দিয়েছিল সরকার। এবার এই তালিকায় যুক্ত হল বিয়ার। হোয়াইট হাউস সুত্রে খবর, স্বাধীনতা দিবসের আগেই দেশের ৭০% মানুষকে অন্তত টিকার এক ডোজ দিয়ে দিতে চান বাইডেন। সেই কারণেই নেওয়া হয়েছে এহেন পরিকল্পনা। এই গ্রীষ্মের মধ্যেই দেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর আমেরিকা। এখনও পর্যন্ত টিকার একটি অন্তত ডোজ পেয়েছেন সেদেশের ৬২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। সম্পুর্ন টিকাকরণ হয়েছে ১৩কোটি ৩৬লক্ষ মানুষের। সম্পুর্ন টিকাকরণ হয়ে গেলে আর মাস্ক পরার দরকার নেই, একথা ঘোষণাও করে আমেরিকা।কিন্তু প্রথমদিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে টিকাকরণ করা হলেও আপাতত ঝিমিয়ে পড়েছে সেই প্রক্রিয়া। তাই টিকাকরণ প্রক্রিয়াকে চাঙ্গা করে নতুন গতি আনতে এহেন ‘বিয়ার’ দাওয়াই বাইডেন সরকারের।