হাইভোল্টেজ নন্দীগ্রামে ফল প্রকাশের পর ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে পুনর্গঠন দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস । কিন্তু সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয় রিটার্নিং অফিসারের তরফ থেকে । ইতিমধ্যেই পুনর্গঠননা চেয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। জানানো হয়েছে বিনা কারণে রিটার্নিং অফিসার অসম্মতি জানিয়েছেন পুনর্গণনাতে ,যদিও তা আইনানুগ নয়। তাই এবার নির্বাচন কমিশনের মত একটি নিরপেক্ষ সংস্থার ,এই অভিযোগের কথা মাথায় রেখে নিজেদের অক্ষুন্নতা বজায় রাখতে ফের পুনর্গণনার নির্দেশ দেওয়া উচিত বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে ,গতকাল নন্দীগ্রামের ভোট গণনা করতে গিয়ে দেখা গেছে হয় একাধিকবার থেমে গেছে ভোট গণনা। কখনও আবার ইভিএমে কারচুপি ধরা পড়েছে, অবৈধ ভোট পড়েছে, এমনকি পোস্টাল ব্যালটে ভোট গণনার কথাও তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল যখন সারা পশ্চিমবঙ্গ ঘোষণা করে দিয়েছে বাংলা নিজের মেয়েকে চাই, ঠিক সেই মুহুর্তে সকলের সামনে ধোঁয়াশা সৃষ্টি করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের করা একটি টুইট। তিনি তাঁর টুইটার লিখেছিলেন “১৬২২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ” পরবর্তীতে এই ঘটনা সামনে আসার পরই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিপুল সংখ্যায় ভোটে যদি হেরে যেতেন তাহলে সেটা বিবেচনাযোগ্য হতে পারতো, কিন্তু এত কম সংখ্যক ভোটে তিনি হেরেছেন ,এক্ষেত্রে পুনঃনির্বাচনের দাবি করাটা খুবই প্রাসঙ্গিক বলে মনে করছেন রাজনৈতিক মহল।