রাজ্যের আমলাস্তরে বড়সড় রদবদল! কে কোন পদ পেলেন? জানুন। এম ভারত নিউজ

admin

সি সুধাকর ছিলেন জলপাইগুড়ির ডিআইজি। তিনি

0 0
Read Time:3 Minute, 49 Second

রাজ্যের একাধিক IAS, IPS-কে বদলি করা হল। বদলি হয়েছেন একাধিক জেলার জেলাশসকও। রাজ্যপালের তরফ থেকে গ্রিন সিগনাল পাওয়ার পরেই এই পদক্ষেপ নবান্নের৷ কোন আধিকারিককে কোথায় বদলি করা দেখে নিন-
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে আসছেন তনভীর আজমল।
পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হয়েছে পূর্ণেন্দু মাজিকে, তিনিই এতদিন ছিলেন পূর্ব মেদিনীপুরের দায়িত্বে।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে পাঠানো হল নদিয়ায়। এই জায়গায় পশ্চিম বর্ধমানের দায়িত্ব নেবেন দার্জিলিঙের জেলাশাসক হিসেবে কর্মরত পুননাবলম এস।
একইভাবে দার্জিলিঙের দায়ত্ব পাচ্ছেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরতা প্রীতি গোয়েল।
হাওড়ার জেলাশাসক হিসেবে দায়িত্ব পেলেন পি দীপাপ্রিয়াকে। তিনি এতদিন ছিলেন হুগলির দায়িত্বে। পাশাপাশি হুগলিতে তাঁর জায়গায় আসছেন হাওড়ার জেলাশাসক হিসেবে কর্মরতা মুক্তা আর্য।
দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়ত্ব সামলাচ্ছিলেন সিয়াদ এন তিনি এখন বাঁকুড়ার দায়ত্ব পেলেন।
উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শামা পারভিনকে দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির জেলাশাসক হিসেবে।
উত্তর দিনাজপুরে জেলাশাসক হয়ে যাচ্ছেন আলিপুরদুয়ারের জেলাশাসক হিসেবে কর্মরত সুরেন্দ্রকুমার মিনা।
উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবার থেকে কোচবিহারের দায়িত্ব পালন করবেন।
আর বিমলাকে কালিম্পং-এর দায়ত্ব থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল আলিপুরদুয়ারে।

এছাড়াও রাজ্যের ৩১ জন আইপিএস বদলি করা হল। কারা রয়েছেন এই তালিকায় দেখে নেওয়া যাক –
জানা গিয়েছে, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকেকে আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হল।
ডিআইজি বাঁকুড়া মি: মুকেশকে ডিআইজি মুর্শিদাবাদ করা হয়েছে।
সি সুধাকর ছিলেন জলপাইগুড়ির ডিআইজি । তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ পেলেন।
রশিদ মুনির খান, যিনি ডিআইজি মুর্শিদাবাদ ছিলেন তিনি এখন ডিআইজি হেড কোয়ার্টার-এর পদে দায়িত্ব নেবেন।
বারুইপুরের এসপি পুষ্পাকে ডিসি পদে কলকাতা পুলিশের কম গুরুত্বপূর্ণ ব্যাটেলিয়ন টু-তে পাঠানো হল। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ চন্দ্র ঢালি।
উল্লেখ্য ভোটের আগেই এত বড় রদবদল রাজ্যের আমলা পর্যায়ে যা নিয়ে রিতিমত নড়ে গিয়েছে প্রশাসন। যদিও এটি রুটিন বদলি হিসেবেই দেখানো হয়েছে নবান্ন তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সেপ্টেম্বরের শেষেই টানা তিনদিনের ছুটি! নতুন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। এম ভারত নিউজ

এই ছুটিতে বন্ধ থাকছে স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর। বন্ধ থাকবে

Subscribe US Now

error: Content Protected