Read Time:58 Second

টক্কর চলছে তৃণমূল বনাম তৃণমূলের । তরজা চলছে নন্দিগ্রাম সভাকে কেন্দ্র করে । এক দিকে সভা করবেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী অপর দিকে সভা করতে চলেছেন ফিরহাদ হাকিম সহ অন্যান্য জেলা নেতৃত্ব । শুভেন্দু অধিকারীর সভা তে যোগ দিতে আসছেন শুভেন্দু অধিকারীর অনুগামী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষেরা । আর তাঁদের কথা মাথায় রেখেই কোলাঘাটে এবার অনুগামীদের উদ্যোগে তৈরি করা হল ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, ব্যবস্থা রয়ছে পানীয় জল সহ টিফিনের, পাশাপাশি জাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় সে দিকেও নজর রাখা হয়েছে ।