কোভিড 19 সংক্রমণের তৃতীয় পর্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রাজধানী দিল্লিতে। এমনটাই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। শনিবার দিল্লিতে মোট ৬,৯৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি ৭৯ জন মারা গিয়েছেন। এই নিয়ে দিল্লিতে মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৪,৩০,৭৮৪ জন। তার মধ্যে মোট অ্যাক্টিভ রোগী ৪০,২৫৪ জন এবং সেরে উঠেছেন ৩,৮৩,৬১৪ জন।
দিল্লিবাসীকে আরও একবার মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর দেওয়ার আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে রাজধানীতে বায়ুদূষণের মাত্রাবৃদ্ধি ও কোভিড সংক্রমণ বৃদ্ধির জোড়া ফলার আক্রমণ মোকাবিলা করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। শুক্রবার রাজধানীতে এই প্রথম সাত হাজারের বেশি কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল, যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৪.২৩ লাখ ছাপিয়ে গিয়েছিল। তবে এনসিআর-এ আক্রান্তের হার খুব তাড়াতাড়ি কমবে বলেও আশ্বাস দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।