Read Time:1 Minute, 23 Second
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! সেপ্টেম্বরের শেষে নতুন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী ২৩, ২৪ তারিখ শনি এবং রবিবার পড়েছে আর তার পরের দিনই অর্থাৎ ২৫ তারিখই করম পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অতএব ৩ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা এই সময়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজভবন থেকেও এই মর্মে মিলেছে সম্মতি। এই তিনদিনের ছুটিতে অনায়াসেই কাছাকাছি ছোট্ট ট্যুর করে নিতে পারবেন সকলে। এই ছুটিতে বন্ধ থাকছে স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর। বন্ধ থাকবে পুরসভা ও পঞ্চায়েত অফিসও। মুখ্যমন্ত্রী জানান, এতদিন করম পুজোতে সেকশনাল ছুটি ছিল। অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মীরা সেদিন ছুটি পেতেন। তবে এখন থেকে সব সরকারি দপ্তরের কর্মীরাই এই দিন ছুটি পাবেন।
