ভোট গণনা শুরু ত্রিপুরা পুরভোটের । এম ভারত নিউজ

admin

সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে ত্রিপুরাতে। আজ ত্রিপুরার ভোট গণনা ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোটা ত্রিপুরাতে।

0 0
Read Time:1 Minute, 58 Second

সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে ত্রিপুরাতে। আজ ত্রিপুরার ভোট গণনা ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোটা ত্রিপুরাতে। মোট ১৩টি পৌরসভা এবং পাশাপাশি ৬ টি নগর পঞ্চায়েতের ভোট গণনা চলছে ইতিমধ্যেই। মূলত ভোট গণনার দিনে কোনও রকম বিপত্তি এড়াতেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র গুলির জন্য। জানা যাচ্ছে প্রত্যেকটি গণনা কেন্দ্রে বিএসএফ এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্য পুলিশকে । জানা যায় সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে। ইতিমধ্যেই ৩৩৪ টি কেন্দ্রের ১১২টি কেন্দ্রে বিজেপি জয় লাভ করেছে। তবে আমবাসাতে একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল।

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পন্ন করে পুরো নির্বাচনের দিকে নজর দিয়েছিল ত্রিপুরা সরকার। আর সেখানেই নিজেদের ঘাঁটি গড়তে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্বরা। তবে গত বৃহস্পতিবারে পুরভোটকে কেন্দ্র করে হামলা এবং মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ক্রমাগত তৃণমূল এবং বামেদের নিগ্রহ করে চলেছে বিজেপি। যদিও এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে বিপ্লব দেবের সরকারের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ দুষ্কৃতী তান্ডব দমদমের ঘোষপাড়ায় । এম ভারত নিউজ

এবার দুষ্কৃতী তান্ডব খোদ মহানগরীতে। জানা যাচ্ছে, দমদমের ঘোষপাড়া এলাকায় এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে।

Subscribe US Now

error: Content Protected