নয়া রুট পাবে দার্জিলিং মেল সত্যি নাকি জল্পনা! জানালো রেল। এম ভারত নিউজ

admin

তবে খবরটি মিথ্যে ভুয়ো বলে উড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ

0 0
Read Time:2 Minute, 32 Second

ভ্রমণ পিপাসুদের জন্য পাহাড় বরাবরাই অত্যন্ত প্রিয় গন্তব্য স্থল। বিশেষ করে এই শীতের আমেজ পাহাড়ে ঘুরতে যাওয়া নষ্টালজিয়া স্বরূপ। বিশেষ করে রাজ্য বাসির কাছে । বিশেষ করে এই শীতে কলকাতা থেকে হাজার হাজার মানুষ দার্জিলিং গিয়ে থাকেন । দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে ‘দার্জিলিং মেল’ আমবাঙালির কাছে এক জীবন্ত নষ্টালজিয়া বটে। এবার সেই ট্রেনের রুট বদলের জল্পনা ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

দার্জিলিং মেল। উত্তরবঙ্গ সফরের জন্য অনেকের কাছেই এই ট্রেনটি নস্টালজিক। প্রিয় বললে অত্যুক্তি হয় না। শিয়ালদহ থেকে এনজেপি হয়ে হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেনে যাতায়াত করেন অনেকেই। তবে এবার কিছুটা অন্য রুটে যাতায়াত করতে পারে এই দার্জিলিং মেল। তবে সেটা এখনই নয়। আগামী মার্চ মাস থেকে দার্জিলিং মেল এই নয়া রুটে যাতায়াত করতে পারে বলে খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশ করেছিল । তবে খবরটি মিথ্যে ভুয়ো বলে উড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ । ৮ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানান, নতুন রুটে দার্জিলিং মেল যেতে পারে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেটা মিথ্যে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, রানাঘাট জংশন হয়ে মালদা ভায়া বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন ছুঁয়ে যাবে এই দার্জিলিং মেল। কিষানগঞ্জ হয়ে এনজেপি যাবে ট্রেনটি। এই রুটে ট্রেন চলাচল করলে যাতায়াতের মোট সময় অনেকটাই কমবে বলেই মনে করছে রেল বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আসন সমঝোতা নিয়ে আলোচনা, ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক কবে? এম ভারত নিউজ

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে বৈঠক হয়েছিল

You May Like

Subscribe US Now

error: Content Protected