শারীরিকভাবে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি’ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ সকালেই হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে জানা গেছে আগের থেকে বেশ কিছুটা সুস্থ আছেন তিনি, গতকালের ঝিমুনি ভাব বেশ কিছুটা। কেটেছে কথা বলছেন তিনি।এমনকি সময়মতো খাওয়া দাওয়া করেছেন তিনি। বর্তমানে তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯২ শতাংশ । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতি মিনিটে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। হৃদস্পন্দনের মাত্রা প্রতি মিনিটে ৫৪ বার। পাশাপাশি জানা যাচ্ছে বর্তমানে তাঁর শরীরে রক্ত তঞ্চন যাতে না ঘটে সেদিকে নজর দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য গত,১৮ মে করোনায় আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী। করোনার পাশাপাশি সিসিপিডিরও সমস্যা রয়েছে তাঁর। প্রথমে শারীরিকভাবে অসুস্থতা কম থাকায় বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিয়ে এক সপ্তাহের মধ্যেই করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। আর তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। পরে তড়িঘড়ি তাঁকে চিকিৎসা করাতে উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হলে বর্তমানে বেশ কিছুটা সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল হঠাৎ প্যানিক অ্যাটাক হয়ে একদিনের মাথায় পুনরায় হাসপাতাল মুখি হতে হয়েছে বুদ্ধদেব স্ত্রী মিরা ভট্টাচার্যকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াস যুদ্ধে রাজ্যের প্রশংসায় রাজ্যপাল । এম ভারত নিউজ

ইয়াস মোকাবেলায় রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জাগদীপ ধনকার। ইয়াস মোকাবেলায়,পুর্বপ্রস্তুতি খতিয়ে দেখতে নিজের নীতির বিরুদ্ধেই প্রথমবারের মতো নবান্নে পা রেখেছিলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার এবং সেখানে পৌঁছেই কন্ট্রোল রুমের দিকে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে রাজ্যের ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশংসা করেছিলেন তিনি। এবার ঘূর্ণি ঝড়ের […]

Subscribe US Now

error: Content Protected