প্রয়াত হলেন পরিচালক রাজ কুশল। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক রাজ কুশল। বিখ্যাত পরিচালক তথা সঞ্চালিকা মন্দিরা বেদির স্বামী রাজ কুশল । জানা যায় আজ সকালেই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও পরিবার সূত্রে এখনও পর্যন্ত সে ধরনের কোনো খবর প্রকাশে আনা হয়নি। তবে পরিচালক অনির সর্বপ্রথম এই খবর প্রকাশ্যে নিয়ে আসেন, প্রসঙ্গত উল্লেখ্য তাঁর সঙ্গে “মাই ব্রাদার নিখিল” মুভিতে কাজ করেছিলেন রাজ কুশল ।কিছুদিন আগেই মন্দিরা বেদির ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁদের এক পার্টির ছবি দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে নিজের বন্ধুদের সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গিয়েছিল পরিচালক রাজ কুশলকে। এরকম একজন জলি মানুষের স্মাইলিং ফেস যে কেবলমাত্র একটা ছবি হয়ে থেকে যাবে তা বিশ্বাস করে উঠতে পারছে না গোটা ইন্ডাস্ট্রি।

আজ সকালে এই খবর দেওয়ার সময় পরিচালক অনির তাঁর টুইটারে লেখেন, “খুব তাড়াতাড়ি চলে গেল। আমরা প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতার রাজ কুশলকে আজ সকালে হারালাম। অত্যন্ত দুঃখের। আমার প্রথম ছবি ‘মাই ব্রাদার নিখিলে’র অন্যতম প্রযোজক ছিলেন। খুব কম মানুষ যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, সমর্থন করতেন, রাজ তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি।” এছাড়াও বিখ্যাত অভিনেতা রোহিত বসু ইতিমধ্যেই টুইটারে লেখেন, “রাজ আমার বন্ধু, আমার ভাই, যেখানে থাকবে, আনন্দে থেকো…। আমি নিশ্চিত স্বর্গে তুমি একটা ভাল জায়গার সন্ধান করছ এখন। আমরা সকলে তোমাকে ভালবাসি, তুমি সেটা জান…। আমরা সব সময় বলতাম পরের সপ্তাহে দেখা করছি, সেই সপ্তাহ আর এল না। অন্য পাড়ে তোমার সঙ্গে দেখা হবে। শান্তিতে বিশ্রাম নাও।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জাতীয় চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করল রাজ্য । এম ভারত নিউজ

জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আগামী পয়লা জুলাই রাজ্য স্তরের সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা কালের এই ভয়াবহ অতিমারিতে করোনার প্রকোপ থেকে রাজ্যকে বাঁচাতে ডাক্তার নার্স এবং সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভূমিকা অনস্বীকার্য। ইতিমধ্যেই এই কারণে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে। মূলত রাজ্যের ফ্রন্টলাইন ওয়ার্কারদের […]
state_02

Subscribe US Now

error: Content Protected