এবারে সোনার মুদ্রা চালুর সিদ্ধান্ত নিল জিম্বাবয়ে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 39 Second

বিশ্বের অনেক দেশেই বার বার পড়েছে অর্থনৈতিক সংকটে। মুদ্রাস্ফীতির কবলে সবথেকে খারাপ অবস্থা লেবানন সিরিয়ার মত দেশগুলির, যাদের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া। শ্রীলঙ্কার মতন জিম্বাবয়েও পড়েছে বিদেশি মুদ্রার সংকটে। মুদ্রাস্ফীতির ফলে জিম্বাবয়ের অর্থনীতি সম্পূর্ণ ভাবে ধ্বংসের মুখে পড়েছে। জানা গিয়েছে, এই অবস্থায় জিম্বাবয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক সোনার মুদ্রা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর জন মঙ্গুদওয়া জানিয়েছেন, মুদ্রাস্ফীতির থেকে রক্ষা পেতে 25 শে জুলাই থেকে ভিক্টোরিয়া ফলসের নামাঙ্কিত সোনার মুদ্রা বাজারে ছাড়া হবে। সোনার আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে সোনার এই মুদ্রা স্থানীয় মুদ্রা ডলার ও অন্যান্য দেশের মুদ্রায় বাজার থেকে কেনা যাবে। এছাড়াও এই সোনার মুদ্রা দিয়ে বাণিজ্যও করা যাবে বলে জানানো হয়েছে। 2019 সালে ডলার প্রচলনের এক দশক পর পুরনো মুদ্রাকে ফিরিয়ে এনে দ্রব্যমূল্যের বৃদ্ধি বন্ধ করতে চেয়েছিল জিম্বাবয়ে কিন্তু ব্যর্থ হয়। 2008 সালে বিশ্ব অর্থনীতি সংকটে পড়ার পর থেকেই জিম্বাবয়ের অবস্থা খারাপ হতে শুরু করে। জিম্বাবয়ে 100 লক্ষ কোটি ডলারের নোট ছাপতে বাধ্য হয়। আর্থিক সংকটের মুখে বারবার পড়তে পড়তে বিদেশি মুদ্রা ক্রমশ শেষ হয়ে যায় জিম্বাবয়ের। এই মুহূর্তে জিম্বাবয়ের মুদ্রাস্ফীতি গত মাসেই দ্বিগুণের থেকে বেশি 191 শতাংশ পড়ে গিয়েছে। এছাড়াও আফ্রিকার আরেক দেশ সুদানের অবস্থাও ভয়াবহ। এখন দেখার সোনার মুদ্রা বাজারে এনে জিম্বাবয়ে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পায় কিনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

খুন হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । এম ভারত নিউজ

সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এবার সেই সূর্যোদয়ের দেশেই নেমে এল শোকের ছায়া। ভারতের চরম মিত্র জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে ভরা সভায় ভাষণ দেওয়ার সময় পয়েন্ট রেঞ্জ থেকে গুলিবিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর, জাপানের সময় সকাল ১১টা নাগাদ জাপানের নাড়া শহরের এক মঞ্চে ভাষণ চলাকালীন পয়েন্ট রেঞ্জ থেকে গুলি […]

Subscribe US Now

error: Content Protected