ভুবনেশ্বরে পৌঁছলো মিশরীয় হকি দল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 6 Second

সামনেই এফআইএইচ জুনিয়ার ওয়ার্ল্ড কাপ , তার আগেই ভুবনেশ্বরে হাজির মিশরীয় হকি দল। বহু প্রতীক্ষিত এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে এবার ওড়িশার ভুবনেশ্বরে উপস্থিত হল মিশরীয় হকি দল। ২০২১এ জুনিয়র বিশ্বকাপে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই অপেক্ষারত ছিল এই দলটি। এছাড়াও উড়িষ্যার হকি দলের সঙ্গে অধ্যাবসায় সম্পন্ন করতে ভারতে উপস্থিত হল এই দলটি। জানা যাচ্ছে, আর্জেন্টিনা, জার্মানি, পাকিস্তান এবং মিশরীয় দলটি গ্রুপ স্টেজে ম্যাচগুলোতে একটি কঠিন যুদ্ধ অতিক্রম করেই ভারতে উপস্থিত হয়েছে। মিশরীয় দলের প্রধান কোচ আবু তালিব মাগিদ বলেছেন, “বিশ্বকাপের আগেই আমরা পুনরায় ভালো ফলের আশা করছি এবং অপেক্ষাকৃত শক্তিশালী দল গঠনের চেষ্টায় রত হয়েছি। এই দলের প্রত্যেক খেলোয়াড়কে এই ম্যাচের পরে সিনিয়র দলে স্থানান্তরিত করা হবে। সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হল দলের সংগঠন এবং প্রত্যেকটি খেলোয়াড়কে উন্নত করে তোলা । “

প্রসঙ্গত উল্লেখ্য, ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে এই অনবদ্য ম্যাচটি হতে চলেছে। এই প্রসঙ্গে বলেন,” দলের প্রত্যেক খেলোয়াড় এই ম্যাচটি খেলার জন্য ভীষণ উৎসাহিত। যেখানে ২০১৮ অভিনব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার ভুবনেশ্বরে এফআইএইচ ওড়িশা হকি পুরুষদলের সঙ্গে প্রথম ম্যাচ খেলতে চলেছে মিশরের এই দলটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড় ঘোষণা উত্তরপ্রদেশে । এম ভারত নিউজ

উত্তর প্রদেশে ব্যাংকিং পরিষেবা উন্নত করার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। জানা যাচ্ছে বর্তমানে ৭০০টি নতুন ব্যাংকের শাখা উদ্বোধন হতে চলেছে যোগীর রাজ্যে। ওদিকে মোট সাতটি ব্যাংকের জন্য সমসংখ্যক এটিএম প্রতিষ্ঠা করা হতে চলেছে সেই রাজ্যে। সোমবার এই প্রসঙ্গে বক্তব্য রাখেন রাজ্য মন্ত্রী ভাগবত কারাদ। বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত […]

Subscribe US Now

error: Content Protected