0
0
Read Time:1 Minute, 13 Second
মৃত্যু হল বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়াড়া প্রাক্তন প্রধানের। মৃতের নাম সেখ বাবর আলি। তিনি উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান । স্থানীয় সূত্রে জানা গেছে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এঘটনা ঘটেছে । প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে তারপর বোমা মেরে খুন করা হয় এই ব্যক্তিকে । চাঞ্চল্য গোটা এলাকায়। বেলিয়াড়া গ্রামেই বাড়ি উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের । এলাকার দখল কার হাতে থাকবে, সেই নিয়েই দুপক্ষের মধ্যে মতানৈক্য ছিল। অভিযোগ, শনিবার তৃনমূলের দলীয় কার্যালয়ে রাতে একদল দুষ্কৃতী চড়াও হয়ে ব্যাপক বোমাবাজি চালায় । তারপর শেখ বাবর আলির বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। তদন্তে পুলিশ ।