গ্রেফতার পলাতক কুস্তিগীর সুশীল কুমার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

অবশেষে দিল্লি পুলিশের হাতে আটক হলেন পলাতক কুস্তিগীর সুশীল কুমার।দিল্লি পুলিশ শনিবার সাগর রানা হত্যার মামলায় অভিযুক্ত দু বারের অলিম্পিক পদকপ্রাপ্ত কুস্তিগীর সুশীল কুমার এবং তাঁর ডান হাত অজয় কুমারকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ৪ মে পাঞ্জাবের ছত্রশাল স্টেডিয়ামে, তরুণ কুস্তিগীর সাগর রানা এবং সুশীল কুমারের মধ্যে বচসার কারণেই হত্যা করা হয় সাগর রানাকে এবং এই হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণ দায়ী করা হয় সুশীল কুমারকেই।এমনকি সেই কারণেই এতদিন পর্যন্ত পলাতক ছিলেন সুশীল কুমার।

আজ পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে সুশীল কুমারকে। দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখে এড়িয়ে ঠিকানা বদল করছিলেন সুশীলকুমার, আর সেই কারণেই সুশীল কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে দিল্লি পুলিশ। এমনকি দিল্লি পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সুশীল কুমারকে, খুঁজে দিলে বিনিময়ে ১ লক্ষ টাকা পুরস্কারমূল্য দেওয়া হবে সেই ব্যক্তিকে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে আসা হচ্ছে। দিল্লির রোহিনী কোর্ট প্রাথমিকভাবে অলিম্পিকে জোড়া পদকজয়ীর নামে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য সুশীল কুমার ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ এবং ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে ৬৬ কেজি বিভাগে রুপো অর্জন করেছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'যশ' নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠকে নমো । এম ভারত নিউজ

রাজ্যে আগত ঘূর্ণিঝড় যশ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আম্ফানের পর এবার যশ নিয়ে আগাম সর্তকতায় তৎপর রাজ্য কেন্দ্র উভয় সরকারই। আজ সকাল ১১ টায় হতে চলেছে এই উচ্চ পর্যায়ের বৈঠক, এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য মন্ত্রীরা। পাশাপাশি এই বৈঠকে […]

Subscribe US Now

error: Content Protected