মহিলা ক্রিকেটে ফতোয়া জারি তালিবানের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 47 Second

তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকেই সেদেশের নারী অধিকারে নেমে এসেছে চরম অন্ধকার। মহিলাদের উপর জারি হয়েছে বিভিন্ন ফতোয়া। এবার মহিলা ক্রিকেটেও নেমে এলো তালিবানি কোপ। মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার টেলিভিশনে এক সাক্ষাৎকারে তালিবান সাংস্কৃতিক মন্ত্রী আমলা আহমেদুল্লাহ ওয়াশিক বলেন, “আমার মনে হয় না মহিলাদের ক্রিকেট খেলতে দেওয়া হবে। কারণ তাদের ক্রিকেট খেলা খুব জরুরি ব্যাপার নয়। খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে। ইসলামে যা বারণ করা হয়েছে।তবে শুধু ক্রিকেট নয়, অন্য যে কোনও খেলা যাতে শরীর দেখা যায় সেই সমস্ত খেলাই মহিলাদের জন্য নিষিদ্ধ।”

এই ফতোয়ায় হতবাক সমগ্র বিশ্ব। আফগান মহিলাদের করুন অবস্থার ছবি অত্যন্ত সুস্পষ্ট। এবার তাই আফগান মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যদি তালিবানরা মহিলাদের ক্রিকেট খেলতে না দেয় তাহলে আফগান পুরুষ ক্রিকেট দলের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। তারা জানিয়েছে,”ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোনও স্তরে মেয়েদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যমে জানা গিয়েছে মেয়েদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিরুদ্ধে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা সম্ভব নয়।” এ বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে আইসিসি-র কাছেও আর্জি জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক সংক্রমণ । এম ভারত নিউজ

অক্টোবরেই ভারতে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করেই যেন দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। বুধবার থেকে বৃহস্পতিবারে এক লাফে ১৪% বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আশার কথা একদিনে […]

Subscribe US Now

error: Content Protected