ইয়াস মোকাবেলায় ভবানীপুরের সাধারণ মানুষের জন্য ত্রাণ দিতে এসে তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়েন বিজেপিতে সদ্য যোগদান করা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের অভিযোগ ভবানীপুরে কয়েকজন সহকর্মীনিয়ে ইয়াসে বিপর্যস্ত মানুষকে ত্রাণ দিতে এসেছিলেন তিনি । তাঁর অভিযোগ সেখানেই তৃণমূলের নেতা বাবলু সিংহের নেতৃত্বে তাঁর বিরুদ্ধে হামলা চালায় তৃণমূলের দলীয় কর্মীরা। ফলে কালীঘাট থানায় অভিযোগ করতে গিয়ে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জানান, “ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম, এটা কি চলছে? ” যদিও এই বিষয়ে সম্পূর্ণ তথ্য অস্বীকার করেছেন তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিংহ।

তিনি বলেন, রুদ্রনীলের গায়ে কেউ হাত তোলেনি। তাঁকে ভালভাবে বুঝিয়ে বলা হয়েছে যেন তিনি সেখান থেকে চলে যান। পাশাপাশি নিজেদের দলের ভূমিকা প্রসঙ্গ টেনে তিনি বলেন ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ইয়াস মোকাবিলার ত্রাণ সামগ্রী বিতরণের কাজ করছেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। প্রয়োজনে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করার প্রসঙ্গ টানেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির দলীয় সদস্য রুদ্রনীল ঘোষ বলেন, মানুষ তো সবার আগে একজন মানুষ। সেক্ষেত্রে মনুষ্যত্বের দিক বজায় রেখে ত্রাণ দিলে ক্ষতি কোথায়! এবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা বাবলু সিংহ বলেন, “ত্রাণ দিতে কোন ক্ষতি নেই কিন্তু তার একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকা দরকার। পাশাপাশি পুলিশের কাছ থেকে অন্তত একটি পার্মিশন লেটার নিয়ে আসা প্রয়োজন। এই খাবার সামগ্রীর মধ্যে বীষ নেই, তার কি গ্যারান্টি আছে ?এরপর যদি এলাকার মানুষ ডায়রিয়া আক্রান্ত হন সেক্ষেত্রে কে দায়িত্ব নেবে? “