একাধিক চুরির ঘটনা পূর্ব মেদিনীপুরে, আতঙ্কে গ্রামবাসীরা । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 44 Second

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর:

পরপর একাধিক চুরির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল গ্রাম বাসীরা। পটাশপুর দু’নম্বর ব্লকের ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় ঘটনাগুলি ঘটে চলেছে। রবিবার ভোর রাতে গোবর্ধনপুর এলাকায় ললাট-জনতা রাজ্য সড়কের পাশে থাকা একটি বড় মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। এই দোকান চুরির ঘটনায় দোকানের মালিক জানিয়ে ছেন, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন স্থানীয় মানুষ জন। হঠাৎ দেখতে পান দোকানের দরজা খোলা রয়েছে দেখে স্থানীয়দের সন্দেহ হয় দোকান চুরি হয়েছে। বুঝতে পেরে স্থানীয়রা খবর দেয় দোকান মালিককে। দোকানের মালিক এসে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান দোকানের ভেতরে থাকা সমগ্র সামগ্রী চুরি গেছে। দোকানে থাকা ফ্রিজ, নগদ অর্থ, টিভি, মুদিখানা সামগ্রী চোরেরা সব লুটপাট করে নিয়ে গেছে। বহুকষ্টে ধারদেনা করে দোকান সাজিয়ে ছিলেন দোকানের মালিক।

দোকান চুরি যাওয়ায়, অভিযোগের তির পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। দোকান মালিক জানান, গত কয়েক দিন আগেই তার দোকানে জানালা ভেঙে দোকানের সামগ্রী চুরি গিয়েছিল। সেই ঘটনার পর আজ আবার পুনরায় দোকানটি চুরি হয়। আগের বার দোকান চুরির ঘটনায় পটাশপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফে। এলাকাবাসী জানান বারবার এই রকম চুরির ঘটনা ঘটছে এই এলাকায়। এই এলাকাতে চুরির ঘটনায় অভিযুক্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। এদিন দোকান মালিক ফের পটাশপুর থানায় লিখিত অভিযোগ করেন।এর আগেও পুলিশে বারবার অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। প্রায় প্রতিদিন একই ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তালিবান তান্ডবে ত্রস্ত আফগানিস্তান । এম ভারত নিউজ

আফগানিস্তান বিধ্বস্ত তালিবানি হামলায়।সরাসরি কান্দাহার বিমানবন্দরে (Kandahar Airport)  হামলা চালাল তালিবান জঙ্গিগোষ্ঠী। তালিবানরা ক্রমশ দখল নিচ্ছে গোটা দেশের। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পর পর তিনটি ক্ষেপণাস্ত্র (Rocket Attack) ছোড়া হয়। যার জেরে আপাতত বন্ধ বিমান পরিষেবা।তালিবানদের পাখির চোখ পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাট এবং দক্ষিণের শহর লস্কর। গুরুত্বের বিচারে […]
abroad_492

Subscribe US Now

error: Content Protected