কৃষকদের ট্রাক্টর মার্চ, অবরুদ্ধ দিল্লি সীমান্ত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

পূর্ব নির্ধারিত সময়ে মেনেই শুরু হয়ে গেল ট্রাক্টর মার্চ। পূর্বে জানিয়ে দিয়েছিলেন চৌঠা জনুয়ারি অবদি অপেক্ষা করার কথা। আশানুরূপ ফল না পেলে করা হবে ট্রাক্টর মার্চ বন্ধ করে হবে শপিং মল , পেট্রোল পাম্পো। কেন্দ্রের সঙ্গে চতুর্থ দফার এই আলোচনায় তারা তাদের এজেন্ডা রেখেছিল কিন্তু সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কোনো রকম আলোকপাত না করাই আরো জোরদার আন্দোলন করেন কৃষক সংগঠন।

আজকের এই মার্চে সামিল হয়েছেন হাজার হাজার কৃষক, দিল্লির সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্ত থেকে দিল্লির উদ্দেশ্যে শুরু হয় ট্রাক্টর মার্চ। ট্রাক্টর র চলছে সিঙ্ঘু থেকে টিকরি সীমান্তে, টিকরি থেকে কুন্ডলি, গাজিপুর থেকে পালওয়াল ও রিওয়াসান থেকে পালওয়ালের উদ্দেশ্যে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত কিষান মোর্চার নেতা অভিমুন্য কাহার জানান কেন্দ্রের তরফ থেকে তাদের এই দাবি না মানলে আন্দোলন হবে আরো ভয়ানক জোরদার।

যদিও পূর্ব নির্ধারণা অনুযায়ী সোমবার তাদের সঙ্গে সরকারের বৈঠক বিফল হলে মঙ্গল এবং বুধবারই দিল্লির রিং রোডে ট্রাক্টর যাঠা করার কথা ছিল সাধারণ মানুষের, কিন্তু আবহাওয়ার পরিস্থিতি প্রতিকুল না হওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় তাদের ।তবে আজ আবহাওয়া পরিষ্কার থাকায় ট্রাক্টর মার্চ করেন তারা। পরবর্তী বৈঠকের জন্য ধার্য করা হয়েছে ৮ তারিখ। কেন্দ্রের তরফ থেকে এই প্রকার ব্যবহার মোটেই ভালো চোখে দেখছেন না কৃষকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিয়ে করলেই পাওয়া যাবে তিন লক্ষ টাকা, নয়া প্রকল্প কর্নাটকের । এম ভারত নিউজ

এবার বিয়ের পিঁড়িতে বসলেই মিলবে টাকা, বিয়ে করতে হবে ব্রাহ্মণ পরিবারের পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের। আর্থিকভাবে নিম্নবর্তী শ্রেণীর মেয়েদের জন্য এই প্রকল্প আশীর্বাদ স্বরূপ। অর্থের অভাবে বহু বাবা বিয়ে দিতে পারেন না তাদের মেয়েদের। কোথাও বাবার আত্মঘাতী আর কোথাও মেয়েদের আইবুড়ো থেকে যাওয়ার ঘটনার দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় প্রায়ই সই। […]

Subscribe US Now

error: Content Protected