চলতি বছরের শেষের দিকেই ইরাক ত্যাগ করবে মার্কিন বিমান বাহিনী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

চলতি বছরের শেষের দিকে ইরাক ত্যাগ করতে চলেছে মার্কিন বিমান বাহিনী। আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির সঙ্গে বৈঠক করার পরে এই ঘোষণা করেছেন। জানা যায় দু’দেশের এই উচ্চপদস্থ বৈঠকটি হোয়াইট হাউসে হয়েছিল। ইরাকে বর্তমানে ২,৫০০ মার্কিন সেনা বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। যারা মূলত স্থানীয় ইরাকের বাসিন্দাদের লড়াইয়ে সহায়তা করছেন। গত বছর রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ ইরানী জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরান সমর্থিত শিয়া মুসলিম মিলিশিয়াদের নেতা নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন উপস্থিতি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় জো বাইডেন তাঁর ইরাকি প্রতিপক্ষকে বলেছিলেন, “আমরা এই নতুন পর্বে সরে যাওয়ার পরেও আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি জানান,”আজ আমাদের সম্পর্ক আগের তুলনায় আরও দৃঢ়। আমাদের সহযোগিতা অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আরও অনেক কিছুর জন্য ।” আজকে বক্তব্য শেষে তিনি জোর দিয়ে বলেন ,যে ইরাকে কোনও বিদেশি যুদ্ধ সেনার প্রয়োজন নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । এম ভারত নিউজ

আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুসারে আজ বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। আলিপুর আবহাওয়া […]
state_357

Subscribe US Now

error: Content Protected