চলতি বছরের শেষের দিকে ইরাক ত্যাগ করতে চলেছে মার্কিন বিমান বাহিনী। আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির সঙ্গে বৈঠক করার পরে এই ঘোষণা করেছেন। জানা যায় দু’দেশের এই উচ্চপদস্থ বৈঠকটি হোয়াইট হাউসে হয়েছিল। ইরাকে বর্তমানে ২,৫০০ মার্কিন সেনা বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। যারা মূলত স্থানীয় ইরাকের বাসিন্দাদের লড়াইয়ে সহায়তা করছেন। গত বছর রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ ইরানী জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরান সমর্থিত শিয়া মুসলিম মিলিশিয়াদের নেতা নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন উপস্থিতি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় জো বাইডেন তাঁর ইরাকি প্রতিপক্ষকে বলেছিলেন, “আমরা এই নতুন পর্বে সরে যাওয়ার পরেও আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি জানান,”আজ আমাদের সম্পর্ক আগের তুলনায় আরও দৃঢ়। আমাদের সহযোগিতা অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আরও অনেক কিছুর জন্য ।” আজকে বক্তব্য শেষে তিনি জোর দিয়ে বলেন ,যে ইরাকে কোনও বিদেশি যুদ্ধ সেনার প্রয়োজন নেই।